রবিবার, ২১ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
পাগলা মসজিদে দানের রেকর্ড

এবার মিলেছে পৌনে ৭ কোটি টাকা

কিশোরগঞ্জ প্রতিনিধি

এবার মিলেছে পৌনে ৭ কোটি টাকা

ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড পরিমাণ টাকা জমা পড়েছে। গতকাল গণনা করে পাওয়া গেছে ৬ কোটি ৬৮ লাখ ৮০ হাজার টাকা। এ ছাড়াও পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা, সোনা ও রুপা। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গণনার হিসাব শেষে এই পরিমাণ টাকা পাওয়া গেছে। এর আগে গত ৯ ডিসেম্বর দানবাক্সে পাওয়া গিয়েছিল ৬ কোটি ৩২ লাখ ৫১ হাজার ৪২৩ টাকা।

পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শওকত উদ্দিন ভূঁইয়া জানান, সকাল ৭টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক কাজী মহুয়া মমতাজের তত্ত্বাবধানে দানবাক্সগুলো খোলা হয়। এ সময় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, পুলিশ সুপার রাসেল শেখ উপস্থিত ছিলেন। তিনি বলেন, গণনা শেষ হতে প্রায় রাত ১টা বাজবে। ৯টি দানবাক্সে পাওয়া গেছে ২৭ বস্তা টাকা। দিনভর গণনা শেষে সন্ধ্যা ৭টা পর্যন্ত পাওয়া গেছে ৬ কোটি ৬৮ লাখ ৮০ হাজার টাকা। এ ছাড়া পাওয়া যায় বৈদেশিক মুদ্রা, সোনা ও রুপা। প্রতি তিন মাস পর পর দানবাক্সগুলো খোলা হয়। এর আগে গত ৯ ডিসেম্বর দানবাক্সে পাওয়া গিয়েছিল ৬ কোটি ৩২ লাখ ৫১ হাজার ৪২৩ টাকা।

সর্বশেষ খবর