সোমবার, ২২ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

বসুন্ধরা শুভসংঘ স্কুলে ড্রেস বিতরণ

নাটোর প্রতিনিধি

বসুন্ধরা শুভসংঘ স্কুলে ড্রেস বিতরণ

নাটোরের লালপুরে বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীদের স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ বসুন্ধরার সহায়তায় লালপুর উপজেলার ডেবরপাড়া বুধিরামপুর গ্রামে স্থাপিত শুভসংঘ স্কুলের ৪০ জন শিক্ষার্থীর মধ্যে গতকাল ড্রেস বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, লালপুর ডিগ্রি কলেজের প্রভাষক আবদুল ওয়াদুদ, ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমান, লালপুর বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বসুন্ধরা শুভসংঘ স্কুলের ছাত্রী সুরাইয়া বলেন, নতুন ড্রেস পেয়ে আমি খুবই আনন্দিত। সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, এই এলাকার শিশুদের লেখাপড়ার জন্য বসুন্ধরা শুভসংঘ প্রতিষ্ঠিত স্কুলে গ্রুপের সহযোগিতায় শিক্ষার্থীরা পেয়েছে নতুন ড্রেস। এতে শিক্ষার্থীসহ অভিভাবকরা অনেক খুশি। লালপুর ডিগ্রি কলেজের প্রভাষক আবদুল ওয়াদুদ বলেন, বুধিরামপুরের শিশুরা অন্য এলাকার শিশুদের চেয়ে সুযোগ-সুবিধা থেকে বরাবরই বঞ্চিত ছিল। এসব শিশুর ভবিষ্যতের কথা চিন্তা করেই বসুন্ধরা শুভসংঘ স্কুলটি করেছে। সেখানে তারা ভালো পরিবেশে লেখাপড়া করছে। এসব অসহায় শিশু নতুন স্কুল ড্রেস পেয়ে আনন্দিত।

সর্বশেষ খবর