সোমবার, ২২ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

হাসপাতালে খাবার পানি সংকট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। দুর্ভোগে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা। সরেজমিনে দেখা যায়, পুরুষ ওয়ার্ডের ফিল্টারটি অকেজো। মহিলা ওয়ার্ডেরটিতে ময়লা পানি বের হচ্ছে। শিবগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার একরামুল হক বলেন, শিবগঞ্জ হাসপাতালে তীব্র গরমে দেখা দিয়েছে পানি সংকট। টিউবওয়েলগুলো নষ্টসহ ফিল্টারও অকেজো হয়ে আছে। রোগী ও স্বজনদের দূর থেকে পানি আনায় ভোগান্তি হচ্ছে। শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েরা খান জানান, টিউবওয়েলগুলো নষ্ট। তবে পানি সরবরাহের জন্য পুরুষ ও মহিলা ওয়ার্ডে ফিল্টার রয়েছে।

সর্বশেষ খবর