সোমবার, ২২ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

কুকুরের কামড়ে ১০ জন আহত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পাগলা কুকুরের কামড়ে ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া গরু, ছাগল ও অন্যান্য প্রাণীর ওপর আক্রমণ করেছে কুকুরটি। উপজেলা সদরের পানিমাছকুটি ও পাশের চন্দ্রখানা গ্রামে শনিবার থেকে গতকাল দুপুর পর্যন্ত এ দুর্ঘটনা ঘটে। আহত সবাই ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন কান্তি সাহা জানান, আমাদের হাসপাতালে জলাতঙ্ক ভ্যাকসিন সরবরাহ নেই। আক্রান্তদের জরুরি ভিত্তিতে জেলা সদরের জেনারেল হাসপাতালে গিয়ে জলাতঙ্ক ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দিয়েছি। শনিবার সকালে একটি কুকুর ফুলবাড়ী উপজেলার পানিমাছকুটি গ্রামে প্রবেশ করে। কিছু বুঝে উঠার আগেই যাকে সামনে পায় তাকেই কামড়াতে শুরু করে। লোকজন লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করলে চন্দ্রখানা গ্রামে ঢোকে। সেখানেও কয়েকজনকে কামড়ে দেয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর