সোমবার, ২২ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

বাগেরহাটে শেষ হলো মতুয়া সম্প্রদায়ের স্নান ও মেলা

বাগেরহাট প্রতিনিধি

মোরেলগঞ্জের লক্ষ্মীখালীতে শেষ হয়েছে গোপাল চাঁদ ঠাকুরের ১০২তম বারুণীস্নান ও মতুয়া মেলা। সনাতন হিন্দু ধর্মালম্বীদের মদন ত্রয়োদশী তিথি অনুযায়ী, শনিবার মধ্যরাত থেকে শুরু হয়ে গতকাল বিকাল পর্যন্ত চলে স্নানোৎসব। হাজার হাজার ভক্ত স্নানে অংশ নেন। সমাপনীর দিনে অংশ নেন বাগেরহাট-৪ আসনের এমপি ও কেন্দ্রীয় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুণ্যার্থীরা জানান, মতুয়া ভক্তরা প্রতি বছর মধুকৃষ্ণা পূর্ণিমার ত্রয়োদশী তিথিতে ওড়াকান্দিতে হরিচাঁদ ঠাকুরের জন্মোৎসব পালন করেন।  ওড়াকান্দির ১৫ দিন পরে গোপাল চাঁদ ঠাকুরের লীলা নিকেতন মোরেলগঞ্জের লক্ষ্মীখালীতেও প্রতি বছর হচ্ছে মতুয়া সম্প্রদায়ে বারুণীস্নান ও ধর্মীয় মতুয়া মহামেলা।

সর্বশেষ খবর