বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ফসলি জমি দখল করে মাছের আড়ত

উচ্ছেদ দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি

ফসলি জমি দখল করে মাছের আড়ত

কৃষি জমি দখল করে মাছের আড়ত করার প্রতিবাদে মানববন্ধন -বাংলাদেশ প্রতিদিন

সিরাজগঞ্জের সলঙ্গায় ব্যক্তি মালিকানার ১০ বিঘা ফসলি জমি দখল করে মাছের আড়ত গড়ে তোলার অভিযোগ পাওয়া গেছে। জমির মালিকরা আড়ত উচ্ছেদ ও ভূমি ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক সংলগ্ন সলঙ্গার রামারচর আঞ্চলিক সড়কে গতকাল মানববন্ধন এবং পরে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। জমি মালিকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন নুসরাত জাহান। এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ বি এম আবদুস ছাত্তার, জমির মালিক রফিকুল ইসলাম, ছদরুল আলম, সরোয়ার সরকার, জামাল মণ্ডল, আবু হানিফ, ইকবাল হোসেন, হেলাল উদ্দিন, রাজিমূল ইহসান, নজরুল ইসলাম ও আবু সাঈদ। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।

সর্বশেষ খবর