বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে

নাটোর প্রতিনিধি

বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে

মহাধুমধামে বিয়ে দেওয়া হয়েছে ব্যাঙের। ছায়ামণ্ডপ, পুষ্পমাল্য, গায়েহলুদ, আশীর্বাদ, ধান-দুর্বা, ভোজনসহ সব আয়োজনই ছিল। শুধু তাই নয়, বিয়েতে নিমন্ত্রিত অতিথিরা ব্যাঙ দম্পতিকে দিয়েছেন অর্থসহ নানা উপহারসামগ্রী। তাপপ্রবাহ থেকে স্বস্তি এবং বৃষ্টির আশায় লালপুর উপজেলার নাগশোষা গ্রামে গতকাল এ আয়োজন করা হয়। এলাকার কয়েকজন জানান, যে বছর তাদের এলাকা অনাবৃষ্টির কবলে পড়ে, সেই বছর তারা ব্যাঙের বিয়ের আয়োজন করেন। স্থানীয়ভাবে একে ব্যাঙা-ব্যাঙির বিয়ে বলে। বংশ পরম্পরায় এ রীতি পালন করে আসছেন। তাদের বিশ্বাস, ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হয়। আয়োজকরা জানান, তীব্র গরমে মানুষের নাভিশ্বাস অবস্থা। গভীর নলকূপে পানি উঠছে না।

সর্বশেষ খবর