বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

সুলতান মেলায় ষাঁড়ের লড়াই

নড়াইল প্রতিনিধি

সুলতান মেলায় ষাঁড়ের লড়াই

নড়াইলে সুলতান মেলা উপলক্ষে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক ষাঁড় প্রতিযোগিতায় অংশ নেয়। নড়াইলের কুড়িরডোব মাঠে গতকাল বিকালে শুরু হয়ে সন্ধ্যায় শেষ হওয়া ষাঁড়ের লড়াই দেখতে হাজার হাজার মানুষ ভিড় করেন। বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নড়াইলে ১০ দিনব্যাপী ‘সুলতান মেলা’র অষ্টম দিনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৫ এপ্রিল শুরু হয় মেলা। জানা যায়, প্রতিযোগিতায় প্রত্যেকটি ষাঁড়ের সঙ্গে ৮-১০ জন থাকেন। তারা দুই দিকে দড়ি বেঁধে মাঠের একদিক দিয়ে প্রবেশ করেন। বিপরীত দিক থেকে প্রবেশ করে অন্য ষাঁড়। দুটি ষাঁড় মুখোমুখি হলেই শুরু হয় লড়াই। শিং দিয়ে গুঁতিয়ে এক ষাঁড় অন্যটিকে ঘায়েল করার চেষ্টা করে। একপর্যায়ে পরাজিত ষাঁড়টি মাঠ ছেড়ে পালিয়ে যায়। প্রতি বছর সুলতান মেলায় গ্রামীণ অন্য খেলার পাশাপাশি ষাঁড়ের লড়াই হয়ে থাকে। আঞ্চলিক ভাষায় একে ‘এঁড়ে লড়াই’ বলেন অনেকে।

সর্বশেষ খবর