বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ডায়রিয়ার কারণ অনুসন্ধানে আইইডিসিআর দল

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে দিন দিন বাড়ছে ডায়রিয়া। প্রতি বছর জেলায় এ রোগের প্রকোপ দেখা দেওয়ায় উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগ। ডায়রিয়ার কারণ অনুসন্ধানে পটুয়াখালীতে এসেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাত সদস্যদের প্রতিনিধি দল। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার দিলরুবা ইয়াসমিন লিজার নেতৃত্ব প্রতিনিধি দল গতকাল দুপুরে মেডিকেল কলেজ থেকেই তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।

আইইডিসিআরের মেডিকেল অফিসার ও প্রতিনিধি দলের নেতা ডা. মাইনুল হাসান জানান, আমরা তিন দিন পটুয়াখালী মেডিকেলসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীর তথ্য, খাবার পানি, দৈনন্দিন কাজে ব্যবহৃত পানির উৎস, আক্রান্তের সময় ও ধরনসহ বিভিন্ন তথ্য এবং নমুনা সংগ্রহ করব। পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণার মাধ্যমে ফল সংশ্লিষ্ট দফতরে দাখিল করা হবে।

সিভিল সার্জন কার্যালয়সূত্রে জানা যায়, পটুয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১০ জন। এক সপ্তাহে ভর্তি হয়েছিলেন ৭৭৯ রোগী। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৭০ জন।

 

সর্বশেষ খবর