বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

সাত দফা দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে সাত দফা দাবিতে অবস্থান, মানববন্ধন ও জেলা প্রসাশক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন চা শ্রমিকরা। চুনারুঘাট উপজেলার দেউন্দী, লালচান্দ ও মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানের শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন। গতকাল সকালে শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান ও মানববন্ধন পালন করা হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন চা শ্রমিক নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য রাখেন- নৃপেন পাল, সম্পাদক রবিন্দ্র গোর, কমেট নায়েক, সাগর বাউরি, খাইরুন আক্তার প্রমুখ।

কেন্দ্রীয় চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, তিন সপ্তাহ ধরে দেউন্দী টি কোম্পানির অধীনস্থ দেউন্দী, লালচান্দ ও নোয়াপাড়া চা বাগানে শ্রমিকদের মজুরি, রেশন (তলব) বাগান কর্তৃপক্ষ কর্তৃক অপরিশোধীত রয়েছে। ফলে শ্রমিকরা অর্ধাহারে অনাহারে দিন যাপন করছেন। তিনি ন্যায্য মুজুরিসহ শ্রমিকদের দাবি দওয়া পূরণের আহ্বান জানান।

সর্বশেষ খবর