শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

হাসপাতালের পাঁচ দালাল আটক

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ সদর হাসপাতাল থেকে দালাল চক্রের দুই নারী সদস্যসহ পাঁচজনকে গতকাল গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- পাপ্পু মিয়া, ফারুক হোসেন, শিলা আক্তার, বিউটি বেগম ও সেলিনা বেগম। সদর থানার ওসি হাবিল হোসেন জানান, মামলার পর হাসপাতালে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশ জানায়, গ্রেফতাররাসহ কয়েকজনের বিরুদ্ধে  হাসপাতালের নিরাপত্তা কর্মী দুলাল হোসেন বুধবার থানায় মামলা করেছেন।

সর্বশেষ খবর