শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

সেচ নিয়ে বিরোধে পাম্প মালিক খুন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সেচ নিয়ে বিরোধে পাম্প মালিক খুন

বগুড়ায় জমিতে সেচ দেওয়া নিয়ে বিরোধে ছুরি মেরে এক পাম্প মালিককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গাবতলী উপজেলার নেপালতলীর বুরুজ গ্রামে গতকল সকালে এ ঘটনা ঘটে। নিহতের নাম আমিনুল ইসলাম। তিনি ওই গ্রামের মোজাফফর হোসেনের ছেলে। এ ঘটনায় হৃদয় নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

গাবতলী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বুরুজ গ্রামে হৃদয় তার নানার জমি দেখাশোনা করেন। ওই জমিতে সেচ দেওয়া নিয়ে বৃহস্পতিবার সকালে পাম্প মালিক আমিনুল ইসলামের সঙ্গে কথা-কাটাকাটি হয় তার। একপর্যায়ে তিনি সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে আমিনুলকে আঘাত করেন। গুরুতর আহত আমিনুলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরই অভিযুক্ত হৃদয়কে আটক করা হয়েছে জানান ওসি।

সর্বশেষ খবর