শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

রহস্যজনক আগুনে বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় ছেলের বাড়িতে বেড়াতে সোনাবান বিবি (৮৫) নামে এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বিসিক এলাকায় এ ঘটনা ঘটে। সোনাবান জামালপুরের বকশীগঞ্জের মোজাম্মেল হকের স্ত্রী। সোনাবানের ছেলে শফিকুল ইসলাম জানান, প্রায় দুই মাস আগে মাকে বগুড়ায় নিয়ে আসি। রমজানের শুরু থেকে তিনি অসুস্থ ছিলেন। গতকাল সকাল ৮টার দিকে ঘুম থেকে উঠে দেখি পুরো বাড়ি ধোঁয়ায় আচ্ছন্ন আর ড্রয়িং রুমে সোফায় আগুন জ্বলছে। দ্রুত পানি ঢেলে আগুন নেভানোর পর দেখি মায়ের দগ্ধ লাশ সোফায় পড়ে আছে। পুলিশ জানায়, বৃদ্ধার শরীরের অন্তত ৮০ শতাংশ পুড়ে গেছে। লাশ  মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

সর্বশেষ খবর