শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম থেকে ঢাকাগামী একমাত্র ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেস এবং রংপুর এক্সপ্রেসের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন হয়েছে। কুড়িগ্রাম রেল স্টেশনে গতকাল এ কর্মসূচি পালন করে জেলা রেল নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি। বক্তব্য রাখেন- আবদুল কাদের, নাহিদ হাসান নলেজসহ অন্যরা।

বক্তারা বলেন, কুড়িগ্রামবাসীকে রাজধানীর সঙ্গে দূরত্বের কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে। এখন থেকে বাড়তি ট্রেন ভাড়া গুণতে হবে।

সর্বশেষ খবর