শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ইটভাটার ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত বোরো ধান

মোশাররফ হোসেন বেলাল, প্রতিনিধি

ইটভাটার ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত বোরো ধান
‘দূর থেকে দেখে মনে হবে পাকাধানের জমি। আসলে এ ধানের ভিতরে পরিপক্ব চাল নেই’
‘সারা বছরে আমাদের একটাই ফসল হয়। তা ইটভাটার ধোঁয়ায় জ্বলেপুড়ে নষ্ট হয়ে গেছে’

সরাইল এবং বিজয়নগর উপজেলার মধ্যবর্তী সাপুটিয়া বিলে ইটভাটা থেকে নির্গত কালো ধোঁয়ার কারণে কৃষকদের বিপুল পরিমাণ জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। বছরের একমাত্র ফসল ইরি এবং বোরো ধান হারিয়ে এসব কৃষক অসহায় হয়ে পড়েছেন। সরেজমিন দেখা যায়, সাপুটিয়া বিলে বিস্তীর্ণ ধানি জমি। বিলের মধ্যে অনেক জমির ধান ক্ষতিগ্রস্ত। দূর থেকে দেখে মনে হবে এক একটি পাকাধানের জমি। আসলে এ ধানের ভিতরে নেই পরিপক্ব চাল। স্থানীয় ভাষায় বলে ধানের চুচা। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, মাথার ঘাম পায়ে ফেলে ধারদেনা করে তারা জমিতে ধানের চারা রোপণ করেছেন। ধানের শীষও এসেছিল পর্যাপ্ত পরিমাণ। কিন্তু বিলের পাড়ে দুটি বড় ইটভাটার ধোঁয়ার কারণে তাদের স্বপ্নের সোনালি ফসল জ্বলেপুড়ে নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষক জিল্লু মাস্টার বলেন, বিগত বছরগুলোতে দুটি ইটভাটার মালিকপক্ষই দায় স্বীকার করে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিয়েছিলেন। এ বছর শাপলা অটো ব্রিকস কর্তৃপক্ষ কিছুটা নমনীয় হলেও ইউনিয়ন ব্রিকস কর্তৃপক্ষ কৃষকদের ক্ষতির বিষয়টি একেবারেই আমলে নিচ্ছেন না। মো. হাকিম মিয়া নামে অন্য এক ক্ষতিগ্রস্ত কৃষক বলেন, যখন থেকে এখানে ইউনিয়ন ব্রিকস ইটভাটা দিয়েছে এরপর থেকে আমরা আর ধান চাষ করতে পারি না। ক্ষতিপূরণের জন্য গেলে তারা আমাদের সঙ্গে কথা বলে না। এবার তারা ক্ষতিপূরণ না দিলে আমরা মহাসড়কে বসতে বাধ্য হব। বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের সাবেক মেম্বার কাজী সিদ্দিকুর রহমান বলেন, সারা বছরে আমাদের একটাই ফসল হয়। সেই ফসল ইটভাটার ধোঁয়ার জ্বলেপুড়ে নষ্ট হয়েছে। কৃষকরা এখন দিশাহারা হয়ে পড়েছেন। তিনি বিলের কমপক্ষে ২৪ একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান। শাপলা অটো ব্রিকসের পরিচালক মেহেদী হাসান রনি জানান, আমরা কৃষকদের পাশে আছি। তাদের আশ্বাস দিয়েছি, আমাদের কারণে জমির কোনো ক্ষতি হলে অবশ্যই ক্ষতিপূরণ দেব।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সুশান্ত সাহা বলেন, ইটভাটার চিমনির একটি নির্দিষ্ট উচ্চতা রয়েছে। এর চেয়ে নিচে হলে ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, কৃষকরা ক্ষতিগ্রস্ত হলে অবশ্যই ভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর