শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় চালক হত্যা

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলায় অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় ছুরি মেরে চালককে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম আশরাফ আলী (৫৫)। এ ঘটনায় অভিযুক্ত সাদেকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গাইবান্ধা-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের ৭৫ নম্বর রেলগেট এলাকায় বৃহস্পতিবার রাতে এ হত্যাকান্ড ঘটে। সদর থানার ওসি মাসুদ রানা গতকাল বিষয়টি নিশ্চিত করেন। আশরাফ আলী খোলাহাটী ইউনিয়নের সাহার ভিটার এলাকার ফয়জার রহমানের ছেলে। অভিযুক্ত সাদেকুল ইসলামের বাড়ি কুপতলা ইউনিয়নের রামপ্রসাদ এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১টার দিকে আশরাফ আলী রিকশা নিয়ে কুপতলা থেকে বাড়ি ফিরছিলেন। ৭৫ নম্বর রেলগেট এলাকায় পৌঁছালে অটো ছিনতাইয়ের উদ্দেশ্যে সাদেকুল তার পথ রোধ করেন। ছুরি দেখিয়ে অটোরিকশা এবং চাবি দিয়ে চালককে চলে যেতে বলেন। তিনি বাধা দিলে উভয়ের ধস্তাধস্তি হয়। তখন আশরাফের পেটে ছুরিকাঘাত করেন সাদেকুল। চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান তিনি। গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা বলেন, এ ঘটনায় গতকাল সকালে সদর থানায় হত্যা মামলা হয়েছে। অভিযুক্ত সাদেকুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ খবর