শিরোনাম
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

আট জেলায় সড়কে প্রাণহানি ১৬

প্রতিদিন ডেস্ক

আট জেলায় সড়কে প্রাণহানি ১৬

সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে ও এক সাংবাদিকসহ ১৬ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত থেকে গতকাল পর্যন্ত দিনাজপুর, সিলেট, মানিকগঞ্জ, সাতক্ষীরা, কুষ্টিয়া, লালমনিরহাট, গাজীপুর ও নেত্রকোনার বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-

দিনাজপুর : ঘোড়াঘাটে গতকাল ভোরে দুই ট্রাকের সংঘর্ষে চালক গোলাম রব্বানী ও হেলপার রেজওয়ান মারা গেছেন। হাকিমপুরের ডাঙ্গাপাড়ায় গতকাল ভটভটির ধাক্কায় ধীমান কুমার ও আরিফ হোসেন নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন তামিম নামে এক মোটরসাইকেল আরোহী।

সিলেট : বৃহস্পতিবার রাতে কোম্পানীগঞ্জে ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে পার্থ সাহা ও হারুনুর রশিদ নামে দুজন নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণ সুরমায় লেগুনাচাপায় কসিদ আলী নামে এক বৃদ্ধ মারা গেছেন।

সাতক্ষীরা : সাতক্ষীরা-বৈকারী সড়কে বৃহস্পতিবার রাতে ট্রলির তলায় পড়ে বাবা-ছেলের প্রাণ গেছে। তারা হলেন- হাফিজুর রহমান ও আজিজুর রহমান।

মানিকগঞ্জ : গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় গতকাল অজ্ঞাত গাড়িচাপায় আবদুস সালাম ও ছানোয়ার হোসেন নামে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন।

কুষ্টিয়া : কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক শরিফুল ইসলাম গতকাল মারা গেছেন।

লালমনিরহাট : বুড়িমারীতে বৃহস্পতিবার রাতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে শাহীন মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গাজীপুর : কোনাবাড়ীতে গতকাল অটোরিকশার ধাক্কায় সাইমুন ইসলাম নামে একজন মারা গেছেন।

নেত্রকোনা : কেন্দুয়ায় ট্রাকচাপায় রিয়াজ মিয়া নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

সর্বশেষ খবর