শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

২০০ বছরের ঘোড়ার মেলা

দিনাজপুর প্রতিনিধি

২০০ বছরের ঘোড়ার মেলা

ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী বুড়া চিন্তামন ঘোড়ার মেলা -বাংলাদেশ প্রতিদিন

দিনাজপুরের ফুলবাড়ীতে প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী বুড়া চিন্তামন ঘোড়ার মেলা শুরু হয়েছে। ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের মেলাবাড়ী মাঠে গতকাল শুক্রবার সকালে মেলা উদ্বোধন করা হয়।

মেলা ঘিরে দেশের বিভিন্ন স্থান থেকে ঘোড়া নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। স্থানীয়ভাবে গরু, মহিষ ও ছাগল তেমন বেচাকেনা না হলেও ঘোড়াই বেশি বিকিকিনি হয় এখানে। ফলে এটি বুড়া চিন্তামন ঘোড়ার মেলা নামে দেশব্যাপী পরিচিত। মেলা উপলক্ষে নিয়ে আসা ঘোড়ার অংশগ্রহণে হয় ঘোড়দৌড় প্রতিযোগিতা। ঘোড়দৌড় দেখতে ভিড় করেন নানা বয়সের মানুষ। তাছাড়া মেলায় থাকে বিভিন্ন খাবারের দোকান। বিনোদনের জন্য থাকে সার্কাস, দোলনা ও নাগর দোলা। মেলা চলে কমপক্ষে ১৫ দিন। নওগাঁর সাপাহার থেকে ঘোড়া নিয়ে মেলায় এসেছেন ব্যবসায়ী মোকলেছুর রহমান, মোস্তকিম, আবুল কালাম, নুর হোসেন, নুরুল ইসলামসহ অনেকে। তারা সারা বছর দেশের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত মেলায় ঘোড়া নিয়ে অংশ নেন। ঘোড়া বিক্রি ও প্রতিযোগিতা করেই জীবিকা নির্বাহ করেন তারা। বিরামপুর থেকে আসা ঘোড়া ব্যবসায়ী সোনামিয়া বলেন, ২০ বছর ধরে এ ঘোড়ার মেলায় বেচাকেনা করছি। এবার চারটি ঘোড়া বিক্রি করতে এসেছি। স্থানীয় আলাদিপুর ইউপি চেয়ারম্যান ও মেলা কমিটির সাধারণ সম্পাদক নাজমুস সাকিব বাবলু বলেন, প্রশাসনের পাশাপাশি মেলা কমিটিও সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করেছে। স্বাধীনতার পরও বিভিন্ন দেশ থেকে এ মেলায় ঘোড়া বিক্রির জন্য এসেছে। এখন বিদেশ থেকে না এলেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেলায় ঘোড়া আসে।

সর্বশেষ খবর