শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ধীরগতির উন্নয়নকাজে খোঁড়া রাস্তায় দুর্ভোগ

♦ মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা ♦ ধুলাবালুতে অতিষ্ঠ পথচারীরা

দিনাজপুর প্রতিনিধি

ধীরগতির উন্নয়নকাজে খোঁড়া রাস্তায় দুর্ভোগ
‘রাস্তা থেকে আগের কার্পেটিং তুলে ফেলা হয়েছে। এতে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে’

শুষ্ক ও বৈরী আবহাওয়ার এ সময়ে দিনাজপুরের বোচাগঞ্জের সেতাবগঞ্জ পৌর শহরের একটি প্রধান সড়কের উন্নয়ন কাজ চলছে ধীরগতিতে। রাস্তা আগেই খুঁড়ে রাখায় বিভিন্ন স্থানে গর্ত ও খানাখন্দ তৈরি হয়েছে। সেখান দিয়ে যানবাহন চলাচলে মাঝে মধ্যেই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। তার সঙ্গে ধূলিবালুতে অতিষ্ঠ বোচাগঞ্জ উপজেলাবাসী। এলাকাবাসীর অভিযোগ, রাস্তার কাজ ধীরগতিতে করায় এ দুর্ভোগের সৃষ্টি হয়েছে। জানা যায়, দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের অধীনে সেতাবগঞ্জ থেকে দিনাজপুর হয়ে পার্বতীপুর পর্যন্ত বাজার এলাকাসমূহে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণকাজ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ২/৩ মাস আগে বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার স্কুল রোড থেকে মালিপাড়া রেলঘুন্টি পেট্রোল পাম্প পর্যন্ত রাস্তায় নির্মাণকাজ শুরু করে সংশ্লিষ্ট ঠিকাদার। প্রথমে তারা রাস্তা থেকে আগের কার্পেটিং তুলে ফেলে। এরপর এক পাশ থেকে ১২ ফুট রাস্তা ঢালাই কাজ শুরু করে। অপর প্রান্ত দিয়ে যানবাহন চলাচলের জন্য রাস্তা ফাঁকা রাখা হয়। যানবাহন চলাচলের রাস্তাটি আগেই খুঁড়ে রাখার কারণে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া বৈরী আবহাওয়ার কারণে বৃষ্টিপাত না হওয়ায় যানবাহন চলাচলের ফলে রাস্তার ধূলিবালু উড়ছে মাত্রাতিরিক্ত। এতে ছাত্রছাত্রী, পথচারীসহ আশপাশের বিভিন্ন বাড়ি-অফিস ও দোকানের লোকজন চরম অতিষ্ঠ। রাস্তায় চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালকরা জানান, রাস্তার এ অবস্থায় সর্তকতার সঙ্গে গাড়ি চালালেও মাঝে মধ্যেই দুর্ঘটনায় পড়তে হচ্ছে। সড়কের মধ্যস্থলে ঢালাই করা অংশে ১০ ইঞ্চি রড লাইন দিয়ে দাঁড় করে রাখায় ছাত্রছাত্রী ও পথচারীদের কাপড়ে আটকে দুর্ঘটনা ঘটছে। গত ১৪ এপ্রিল ঝাড়বাড়ী বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেল চালক মাসুদ রানা, আরোহী মাসুমা খাতুন, শিশু কন্যা তাইনুর গুরুত্বর আহত হন। দিনমজুর মুরাদ হোসেন রাজু জানান, তার স্ত্রী-কন্যা সেখানে দুর্ঘটনায় আহত হয়। দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী মো. রইছ উদ্দিন সাংবাদিকদের জানান, যেহেতু রাস্তাটির ঢালাই একসঙ্গে বিভিন্ন এলাকায় চলছে সেহেতু আমরা পর্যায়ক্রমে কাজ শেষ করছি। সেতাবগঞ্জের রাস্তাটির অবশিষ্ট কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা হবে। এ ছাড়া ধূলিবালু ওড়া কমাতে প্রতিদিন রাস্তায় গাড়ি দিয়ে পানি দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর