শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

চেয়ারম্যান-মেম্বারকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

দুই ভাইকে পিটিয়ে হত্যা

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীতে দুই সহোদরকে পিটিয়ে হত্যার ঘটনায় ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. আসাদুজ্জামান তপন ও সদস্য অজিত কুমার সরকারকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে জেলা প্রশাসন। গতকাল সন্ধ্যায় মধুখালীর ঘটনা পরবর্তী সামগ্রিক বিষয় নিয়ে প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এ ঘোষণা দেন।

জেলা প্রশাসক বলেন, চেয়ারম্যান আসাদুজ্জামান একজন হ্যাভিচ্যুয়াল অফেন্ডার (স্বভাবগত অপরাধী)। তিনি বলেন, আসাদুজ্জামানকে এর আগে দুইবার বরখাস্ত করা হয়েছিল। একবার ইউএনওর ওপরে হামলার ঘটনায় এবং আরেকবার টিসিবির কার্ড দুর্নীতির কারণে। দুইবারই উচ্চ আদালতে আপিল করে তিনি পদ ফিরে পান। এ কারণে তার মধ্যে এক ধরনের বেপরোয়া মনোভাব তৈরি হয়েছে। তিনি ভেবেছিলেন, যত অপরাধই করুক না কেন তিনি পার পেয়ে যাবেন। তিনি আরও বলেন, কেউ যদি অন্য আসামিদের অবস্থানও জানাতে পারেন, তাহলে তাদের উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। জেলা প্রশাসক আরও জানান, এ ঘটনার তদন্তে গঠিত কমিটির অনুরোধের পরিপ্রেক্ষিতে তাদের আরও সাত দিন সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, ১৮ এপ্রিল সন্ধ্যায় মধুখালীর পঞ্চপল্লীতে কালি মন্দিরে আগুন দেওয়ার সন্দেহে গুজব ছড়িয়ে পিটিয়ে ও ইট দিয়ে থেঁতলিয়ে শ্রমিক আশরাফুল খান ও আরশাদুল খানকে হত্যা করা হয়।

সর্বশেষ খবর