রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

আট জেলায় সড়কে ১১ প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

আট জেলায় সড়কে ১১ প্রাণহানি

দেশের বিভিন্ন এলাকায় গতকাল সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে। বাগেরহাট, ময়মনসিংহ, দিনাজপুর, মাদারীপুর, মুন্সীগঞ্জ,          নাটোর, নীলফামারী ও চাঁপাইনবাবগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের খবর-

বাগেরহাট : খুলনা-মোংলা জাতীয় মহাসড়কের রামপাল উপজেলার চেয়ারম্যান বাড়ি মোড়ে ট্রাকচাপায় তিন ভ্যানযাত্রী নিহত হয়েছেন। গতকাল সকালে মোংলাগামী একটি ট্রাক যাত্রীবাহী একটি ভ্যানকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রামপাল উপজেলার ঝনঝননিয়া গ্রামের সাঈদ মোড়ল (৪৫), আজাদ (৩৫) ও কুমরাই গাববুনিয়ার মনি (৪৫)। পুলিশ চালকসহ ঘাতক ট্রাকটি আটক করেছে। ময়মনসিংহ : ময়মনসিংহ সদরের আলালপুরে বাস ও অটোরিকশা সংঘর্ষে এক নারীসহ দুই যাত্রী নিহত হয়েছেন। সকালে এ দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন হালুয়াঘাটের স্বরস্বতী চৌহান (৪০) অন্যজন অজ্ঞাত। দিনাজপুর : সকালে পার্বতীপুরের চান্দাপাড়া এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশা ভ্যানকে ধাক্কা দেয়। এতে আবদুর রশিদ (৩৫) নামে এক ভ্যানযাত্রী নিহত হন। এতে আহত হন রায়হান উদ্দীন (৩০)। মাদারীপুর : যাত্রীবাহী বাস ও পিকআপ সংঘর্ষে সবুজ সরদার (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে বাসের ১০ যাত্রী আহত হন। গতকাল ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার তাঁতীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  মুন্সীগঞ্জ : অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে হুমাইরা আক্তার (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে সদর উপজেলার মদিনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নাটোর : নাটোর শহরে বুলডোজারের সঙ্গে সংঘর্ষে আহত মোটরসাইকেল আরোহী অনুপ পাইন (৩২) নামে এক যুবক মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার রাতে তার মৃত্যু হয়। নীলফামারী : নীলফামারীতে বাসচাপায় নিহত হয়েছেন আবু তালেব (৪০) নামে এক পথচারী। গতকাল ভোরে জেলা শহরের কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ : শিবগঞ্জে ইটবোঝাই পাওয়ার টিলারের ধাক্কায় মিন্টু রহমান (৭০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের বাড়ি উপজেলার পাকা ইউনিয়নে। গতকাল সকালে দুর্লভপুর ইউনিয়নের রুহুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ খবর