রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

মারধরে নিখোঁজ জেলের লাশ মিলল ২২ ঘণ্টা পর

বরগুনা ও পাথরঘাটা প্রতিনিধি

মারধরে নিখোঁজ জেলের লাশ মিলল ২২ ঘণ্টা পর

পাথরঘাটার বিষখালী নদীতে অভিযানের সময় মারধরে নদীতে পড়ে এক জেলের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। তার নাম মোহাম্মদ রিপন। নিখোঁজের ২২ ঘণ্টা পর শুক্রবার রাত ১২টার দিকে বিষখালী নদীর কালমেঘা টুলু পয়েন্টের কাছে তার লাশ পান জেলেরা।

কালমেঘা ইউপি চেয়ারম্যান গোলাম নাসির জানান, লাশের সন্ধান পাওয়ার পর পাথরঘাটা থানা পুলিশকে জানানো হয়। রাত দেড়টার দিকে পুলিশ বিষখালী নদী থেকে লাশ উদ্ধার করে। এর আগে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে বিষখালীর নদীর দক্ষিণ কুপধোন এলাকায় অভিযানের একপর্যায়ে রিপন বিষখালী নদীতে পড়ে নিখোঁজ হন। তিনি কালমেঘা ইউনিয়নের দক্ষিণ কূপধোন গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। এ ঘটনায় আরও দুই জেলে আহত হন। তারা হলেন- রাসেল ও দেলোয়ার হোসেন। এদিকে রিপনের লাশ কালমেঘা টুলু পয়েন্টে উদ্ধার করে নিয়ে এলে ৫ শতাধিক নারী-পুরুষ জড়ো হয়ে এ ঘটনায় জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেন। পাথরঘাটা থানার ওসি (তদন্ত) সাইফুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মারধরের বিষয়টি অস্বীকার করেন বরগুনা সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান।

সর্বশেষ খবর