রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

বসুন্ধরার সেলাই মেশিন পেলেন অসচ্ছল নারীরা

নাটোর ও কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

বসুন্ধরার সেলাই মেশিন পেলেন অসচ্ছল নারীরা

নাটোরের অসচ্ছল ২০ নারী পেলেন বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিন। স্বাবলম্বী করার লক্ষ্যে তাদের পাঁচ মাস প্রশিক্ষণ শেষে গতকাল বসুন্ধরা শুভ সংঘের মাধ্যমে সেলাই মেশিন বিতরণ করা হয়। সকালে নাটোর স্বপ্নকলি স্কুলে হয় বিতরণ অনুষ্ঠান। শুভ সংঘ নাটোর জেলার সভাপতি মোস্তাফিজুর রহমান সৈকতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান। উপস্থিত ছিলেন- নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম শরিফ, শুভ সংঘ নাটোরের প্রধান উপদেষ্টা রেজাউল করিম রেজা, বসুন্ধরা ফাউন্ডেশনের সিনিয়র অফিসার মামুন, শুভ সংঘের শরীফ মাহদী আশরাফ জীবন। অনুষ্ঠান পরিচালনা করেন শুভ সংঘ নাটোর জেলা কমিটির সাধারণ সম্পাদক সুস্ময় কুমার তনয়। পরে অতিথিরা প্রশিক্ষণপ্রাপ্ত ২০ নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন। সেলাই মেশিন পেয়ে শাহিদা বেগম বলেন, মানুষ মানুষের জন্য, ‘আমাদের মতো অসহায়ের পাশে দাঁড়িয়ে সেটাই প্রমাণ করল বসুন্ধরা গ্রুপ। আমরা সবাই প্রাণভরে এ প্রতিষ্ঠানের জন্য দোয়া করি।’ শুভ সংঘের নাটোর জেলা কমিটির প্রধান উপদেষ্টা রেজাউল করিম রেজা বলেন, বসুন্ধরা শুভ সংঘের মূল স্লোগান সামনে রেখে কাজ করছেন সংগঠনের সদস্যরা। তারা সমাজ সচেতনতামূলক নানা কাজের পাশাপাশি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনাসহ আর্থিকভাবে অসচ্ছল মানুষের সহায়তা দিয়ে আসছেন।

এদিকে গাজীপুরের কালিয়াকৈরে দুই মেধাবী অসচ্ছল শিক্ষার্থীকে শিক্ষাসহায়তা প্রদান করেছে বসুন্ধরা শুভসংঘের কালিয়াকৈর উপজেলা শাখা। গতকাল কোনাবাড়ী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ওই কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী রমজান আলী ও ইসরাফিলকে উচ্চমাধ্যমিক-২০২৪-এর রেজিস্ট্রেশন ফি তুলে দেয় বসুন্ধরা শুভসংঘ। বসুন্ধরা শুভসংঘ কালিয়াকৈর শাখার সাধারণ সম্পাদক নীরঞ্জন চন্দ্র দাসের উপস্থিতিতে তাদের হাতে শিক্ষাসহায়তা তুলে দেওয়া হয়।

সর্বশেষ খবর