রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

তিন জেলায় পানিতে ডুবে ছয় শিশুর মৃত্যু, নিখোঁজ ১

প্রতিদিন ডেস্ক

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় গতকাল পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। হবিগঞ্জে নদীতে গোসলে নেমে এক ভাইয়ের মৃত্যু অপর ভাই নিখোঁজ রয়েছে। এ ছাড়া ভোলায় মারা গেছে আরও দুই শিশু।

কুমিল্লা : কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দিনের বিভিন্ন সময়ে দেবিদ্বার পৌর এলাকার বিজলিবাঞ্জার, বড় আলমপুর ও রঘুরামপুরে এসব ঘটনা ঘটে। নিহতদের স্বজন ও এলাকাবাসী জানান, দুপুরে দেবিদ্বার পৌর এলাকার বিজলিবাঞ্জার গ্রামের রং মিস্ত্রি অলিউল্লাহর মেয়ে রাইসা (৭) বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। সে স্থানীয় বিজলিবাঞ্জার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির ছাত্রী। এ ছাড়া বিকালে একই উপজেলার বড় আলমপুর গ্রামের সফিউল আলম রাজীবের বাড়ির পুকুরে ডুবে সালমা (১৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সালমা বড় আলমপুর গ্রামের সোহরাব হোসেন সোহাগের মেয়ে। এদিকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোজাম্মেল হোসেন জানান, দুপুরে দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের রঘুরামপুর গ্রামের বাড়ির পুকুরের পানি থেকে তিন বছরের এক শিশুকে উদ্ধার করা হয়। স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। মৃত্যু নিশ্চিত জেনে রেজিস্ট্রারে পুরো পরিচয় না দিয়েই স্বজনরা শিশুটির লাশ নিয়ে বাড়ি চলে যান।

হবিগঞ্জ : বিকালে শায়েস্তাগঞ্জ উপজেলায় খোয়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই ভাইয়ের মধ্যে একজনের লাশ পাওয়া গেছে। উদ্ধার হওয়া শিশুর নাম শাহিদ মিয়া (৬)। অন্য শিশু জুনাইদ মিয়াকে (১০) খুঁজে পাওয়া যায়নি। তারা সদর উপজেলার সুকড়িপাড়া গ্রামের ছালেক মিয়ার ছেলে। তারা হবিগঞ্জ সদর উপজেলার সুকড়িপাড়া গ্রামের ছালেক মিয়ার ছেলে।

ভোলা : গতকাল ভোলা সদর উপজেলার শাহীন ফকিরের ছেলে ইয়াছিন (৬) ও দৌলতখান উপজেলার শফিক মাঝির মেয়ে মিনজু আক্তার (৭) পুকুরের পানিতে ডুবে মারা যায়।

সর্বশেষ খবর