সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
সৌন্দর্য হারাচ্ছে পর্যটন শহর

অব্যবস্থাপনায় বেহাল শ্রীমঙ্গল

► অবাধে চলছে নিষিদ্ধ যান ► যেখানে সেখানে পার্কিং ► সড়কে ভাসমান দোকান

দীপংকর ভট্টাচার্য লিটন, শ্রীমঙ্গল

অব্যবস্থাপনায় বেহাল শ্রীমঙ্গল

অনিয়ম, অব্যবস্থাপনা আর অসচেতনতায় সৌন্দর্য হারাচ্ছে পর্যটন শহর শ্রীমঙ্গল। সব অনিয়মই যেন এখানে নিয়ম। শহরে অবাধে চলছে নিষিদ্ধ অটোরিকশা, টমটম। যত্রতত্র পার্কিং করা হচ্ছে গাড়ি। সড়কে বসেছে ভাসমান দোকান। দোকানের মালামালে দখল হয়েছে ফুটপাত। শুধু শ্রীমঙ্গল পৌর এলাকার প্রধান সড়কগুলোই নয়, নতুনবাজার, পুরানবাজার, পোস্ট অফিস ও সেন্ট্রাল সড়কেও একই চিত্র। শহরের এ বেহালদশায় দুর্ভোগ পোহাচ্ছেন সড়কে চলাচলকারীসহ সাধারণ নাগরিকরা। পৌর প্রশাসন থেকে অভিযান চালিয়ে ফেরানো যাচ্ছে না শহরের শৃঙ্খলা। উপজেলা আইনশৃঙ্খলা সভার নেওয়া সিন্ধান্তগুলোও বাস্তবায়ন হচ্ছে না। স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন শ্রীমঙ্গলের সমন্বয়ক সুজাউদ্দিন হামীম বলেন, ‘আমরা চেষ্টা করেছিলাম শহরের সৌন্দর্য ধরে রাখার। দায়িত্বশীলদের অসহযোগিতার কারণে পারিনি।’ শ্রীমঙ্গলের পুলিশ পরিদর্শক (ট্রাফিক) মিজানুর রহমান বলেন, ‘শহরে রাস্তায় গাড়ি ও সিএনজিচালিত আটোস্ট্যান্ড যানজটের অন্যতম কারণ। এগুলো সরানোর সিদ্ধান্ত হয়েছিল কিন্তু সরেনি। আমরা আমাদের জায়গা থেকে প্রতিদিন অভিযান করছি শহর যানজটমুক্ত রাখতে।’  শ্রীমঙ্গল পৌর মেয়র মহসীন মিয়া বলেন, ‘শহরের সৌন্দর্য আমার একার পক্ষে ধরে রাখা সম্ভব নয়। আমি প্রশাসনের কোনো সহযোগিতা পাচ্ছি না।’ শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তালেব বলেন, ‘এখানে অনেক বিষয় আছে। আমরা তাদের (পৌরকর্তৃপক্ষ) জানিয়েছি, তাদেরই পদক্ষেপ নিতে হবে। আর কীভাবে শৃঙ্খলা ফেরানো যায় মাসিক মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেব।’ সরেজমিন দেখা যায়, ব্যাটারিচালিত অটোরিকশা ও টমটমের কারণে শহরের প্রতিটি সড়কে যানজট লেগে থাকছে। হবিগঞ্জ সড়কে যানজটের অন্যতম কারণ দূরপাল্লার চারটি বাস কাউন্টার। এ ছাড়া ওই সড়কে জগন্নাথের আখড়ার সামনে সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডে সারাক্ষণ জট লেগে থাকে। চৌমোহনায় বালিকা বিদ্যালয়ের সামনে লোকাল বাস দাঁড়িয়ে থাকায় ঝুঁকি নিয়েই সড়ক পার হচ্ছেন শিক্ষার্থীরা। একই চিত্র মৌলভীবাজার সড়কের চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। এখানে অটোরিকশা স্ট্যান্ডের কারণে বিদ্যালয়ে আসা-যাওয়ায় বিড়ম্বনায় পড়ছে শিশুরা।

সর্বশেষ খবর