সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

ভিজিএফ চালবঞ্চিতদের মানববন্ধনে হামলা

দুজন আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়নে ভিজিএফের চালবঞ্চিতরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে গতকাল ৮০ জন দরিদ্র মানববন্ধনে অংশ নেন। কর্মসূচির শেষ পর্যায়ে বাঘারপাড়া উপজেলার ভাইস চেয়ারম্যান আবদুর রউফ ও তার অনুসারীরা অংশগ্রহণকারীদের ওপর হামলা চালায়- অভিযোগ উঠেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার অভিযোগে আটক করে দুজনকে। হামলায় বাঘারপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ আজগর আলী আহত হন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, ঈদুল ফিতরের আগে ভিজিএফের আওতায় ১০ কেজি করে চাল দেওয়ার জন্য বাঘারপাড়ার দোহাকুলা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে ২০০ জনের তালিকা করা হয়। তালিকায় থাকা ৮০ জনকে স্লিপ ও চাল দেওয়া হয়নি। তাদের বরাদ্দের চাল আত্মসাৎ করার জন্য দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি করেন তারা। বাঘারপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ বলেন, এসব বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর