সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা
বসুন্ধরার সেলাই মেশিন বিতরণ

এখন সন্তানদের ভালোভাবে লেখাপড়া করাতে পারব

নাটোর প্রতিনিধি

এখন সন্তানদের ভালোভাবে লেখাপড়া করাতে পারব

নাটোরের লালপুরে ২০ জন অসচ্ছল নারীকে সেলাই মেশিন দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা। উপজেলার ডেবরপাড়া বুধিরামপুর গ্রামের বিধবা, স্বামী পরিত্যক্তা ও অসহায়দের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের প্রতিষ্ঠিত স্কুল প্রাঙ্গণে গতকাল তাদের হাতে বিনামূল্যে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। এর আগে এসব নরীকে দেওয়া হয়েছে তিন মাসের সেলাই প্রশিক্ষণ।

লালপুর বসুন্ধরা শুভসংঘের সভাপতি ও শুভসংঘ স্কুলের সমন্বয়ক জালাল উদ্দীন বাবুর সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘দেশে সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করছে বসুন্ধরা গ্রুপ। এই মহতী উদ্যোগের জন্য তাদের ধন্যবাদ জানাই।’ শুভসংঘের নাটোর জেলা শাখার উপদেষ্টা ও ইউনাইটেড প্রেস ক্লাব সভাপতি রেজাউল করিম রেজা বলেন, ‘বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় সারা দেশে খুঁজে খুঁজে দরিদ্র অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য শুভসংঘের সদস্যরা কাজ করে যাচ্ছেন।’ সেলাই মেশিন পাওয়া লালপুর ইউনিয়নের বালিতিতা ইসলামপুর গ্রামের শিরিনা খাতুন বলেন, আমি বিধবা। স্বামী মারা যাওয়ার পর দুই সন্তান নিয়ে অভাবে দিন কাটছে। এখন সেলাই মেশিন দিয়ে আয়-রোজগার করে ছেলে-মেয়েকে পড়া লেখা করাতে পারব। বসুন্ধরার প্রতি আমি চির কৃতজ্ঞ। মনিরা বেগম বলেন, দিনমজুরের কাজ করে যা আয় হয় তা দিয়ে ছেলের পড়াশোনার ও পরিবারের খরচ চালাই। আমার এই অবস্থা দেখে শুভসংঘ সেলাই শেখার সুযোগ করে দেয়। তিন মাস ফ্রি প্রশিক্ষণ শেষে মেশিন পেয়ে খুব ভালো লাগছে। এখন সংসারে কিছুটা হলেও সহযোগিতা করতে পারব। সন্তানকে ভালোভাবে লেখাপড়া করাতে পারব।

সর্বশেষ খবর