শিরোনাম
সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

সেতুতে ফাটল, ভারী যান চলায় নিষেধাজ্ঞা

নেত্রকোনা প্রতিনিধি

সেতুতে ফাটল, ভারী যান চলায় নিষেধাজ্ঞা

নেত্রকোনার কেন্দুয়া সড়কের একটি সেতুর মাঝেখানের স্প্যানে ফাটল দেখা দেওয়ায় ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। এ নিয়ে সতর্ক বার্তা দিয়ে গতকাল অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া তাবাসসুম। সতর্কবার্তায় উল্লেখ করেন, সদর উপজেলার কেন্দুয়া-মদন রোডে বায়রাউড়া ব্রিজের মাঝখানের স্প্যানে ফাটল দেখা দেওয়ায় সংশ্লিষ্টদের পরামর্শে উক্ত সেতুতে ভারী যানবাহন চলাচল নিরুৎসাহিত করা হল। আগামী দুই দিনের মধ্যে বিকল্প বেইলী সেতুর ব্যবস্থা করা হবে। তাছাড়া নতুন সেতুর অ্যাপ্রোচের কাজ খুব দ্রুত শেষ হরে চলাচলের

উপযোগী করা হবে মর্মে সড়ক বিভাগ আশ্বস্ত করেছে। নেত্রকোনা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলনূর সালেহীন বলেন, এটি অত্যন্ত পুরনো সেতু। এর মেয়াদ শেষ হওয়ায় ইতিমধ্যে বিকল্প সেতু তৈরি হয়ে গেছে। নতুন সেতুর শুধু বাকী রয়েছে শুধু অ্যাপ্রোচ সড়কের কাজ। নতুন সেতুটি চালু হওয়া পর্যন্ত এখানে একটি বেইলি সেতু করে দেওয়া হবে।

সর্বশেষ খবর