মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

দাবদাহে ঝরছে লিচুর গুটি

ফলন নিয়ে চরম দুশ্চিন্তায় চাষি

দিনাজপুর প্রতিনিধি

দাবদাহে ঝরছে লিচুর গুটি

চলতি বছরে মৌসুম শুরুতে উপযোগী আবহাওয়া থাকায় দিনাজপুরের লিচু বাগানগুলোতে বিপুল পরিমাণ মুকুল আসে। চৈত্র মাসের শেষদিকে গাছগুলোতে গুটি আসতে শুরু করে। কিন্তু বৈশাখের শুরু থেকে তীব্র দাবদাহ আর টানা অনাবৃষ্টির কারণে পুড়েছে গাছের মুকুল। এখন বোটা শুকিয়ে ঝরে পড়ছে লিচুর গুটি। লিচুর ফলন নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন দিনাজপুরের লিচু চাষিরা। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, আবহাওয়া বিবেচনায় কোনো অবস্থায়ই দিনে তাপমাত্রা বেশি থাকা অবস্থায় গাছে পানি দেওয়া বা স্প্রে করা যাবে না। সন্ধ্যার পর তাপমাত্রা কমে গেলে গাছে স্প্রে বা পানি ছিটাতে হবে, কীটনাশক দিতে হবে। সেই সঙ্গে গাছে কিছু অনুখাদ্য দিলে ভালো উপকার পাওয়া যাবে। উিলিপুর গ্রামের চাষি আসাদুজ্জামান লিটন জানান, প্রথম অবস্থায় আবহাওয়া ভালো থাকায় প্রায় প্রতিটি গাছেই মুকুল আসায় লিচু নিয়ে আশাবাদী ছিলাম। কিন্তু দাবদাহে পুড়ে গেছে গাছের অনেক মুকুল এবং এখন ঝরে পড়ছে লিচুর গুটি। এ অবস্থায় ফলন নিয়ে চরম দুশ্চিন্তায় আছি। বিরলের বিজোরা গ্রামের লিচু চাষি পান্না বলেন, রোদে গুটি শুকিয়ে পড়ে যাচ্ছে, বোটা শুকিয়ে যাচ্ছে। বর্তমানে যে আবহাওয়া তাতে লিচুর অবস্থা গতবারের চেয়েও বেশি খারাপ হতে পারে। এতে আমি কয়েক লাখ টাকা লোকসানে পড়ব। দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. নুরুজ্জামান বলেন, বৈরী আবহাওয়ার কারণে গুটি ঝরে যাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় চাষিদের পরামর্শ দিচ্ছি। তারা যদি পরামর্শ মেনে সঠিকভাবে সেচ দেয়, ওষুধ প্রয়োগ করে তাহলে এই লিচুকে হারভেস্ট পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হবে এবং পর্যাপ্ত ফলন পাওয়া যাবে। জানা গেছে, এ বছর দিনাজপুরে লিচু চাষে জমির পরিমাণ প্রায় ৫ হাজার ৪৮৯ হেক্টর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর