মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

১৯ জনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে আবদুর রহমান হত্যা মামলায় প্রায় ২২ বছর পর ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। গতকাল অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক নুরুল

ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তদের বাড়ি পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামে। এর মধ্যে দুজন পলাতক রয়েছেন। জানা গেছে, ২০০২ সালের ২২ নভেম্বর রাতে হরেন্দা গ্রামের সামসুদ্দিনের ছেলে আবদুর রহমানকে ধানের জমি থেকে পূর্বশত্রুতার জেরে আলামের বাড়িতে ধরে নিয়ে যায় অন্য আসামিরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর