মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

সড়কে ছয় জেলায় ১২ প্রাণহানি

প্রতিদিনি ডেস্ক

সড়কে ছয় জেলায় ১২ প্রাণহানি

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় এক শিক্ষার্থীসহ সাতজন নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যা থেকে গতকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- কক্সবাজার : ঈদগাঁও উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত পাঁচজন। গতকাল সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। বগুড়া : বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে দুজন নিহত হয়েছেন। রবিবার রাতে বগুড়া সদর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের গোকুল এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। মাদারীপুর : সদর উপজেলার পখিরা এলাকায় ট্রাক্টর উল্টে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও দুই পথচারী। গতকাল সকালে উপজেলার পখিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রাক্টর চালক এনামুল হোসেন (২৫) ও চালকের সহযোগী আরিফ শিকদার (১৭)। টাঙ্গাইল : ঘাটাইলে মেয়ের বাড়িতে বেড়াতে এসে বাসের ধক্কায় একাব্বর আলী (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঝালকাঠি : রাজাপুরে বাসের ধাক্কায় বিউল ইসলাম সাদ্দাম (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। চট্টগ্রাম : কালুরঘাট সেতুর ফেরির বেইলি ব্রিজে টেম্পোর ধাক্কায় ফাতেমা তুজ জোহরা নূপুর (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

সর্বশেষ খবর