শিরোনাম
মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

শ্রীমঙ্গলে কালবৈশাখীতে ব্যাপক ক্ষতি

শ্রীমঙ্গল প্রতিনিধি

শ্রীমঙ্গলে কালবৈশাখীতে ব্যাপক ক্ষতি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কালবৈশাখীতে বোরো ধান, সবজি ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক স্থানে ছিঁড়ে গেছে বিদ্যুতের তার। ভেঙে পড়েছে খুঁটি। রবিবার বিকালে উপজেলার ওপর দিয়ে ৮৯ কিলোমিটার গতিবেগে এই ঝড় হয়। সঙ্গে ছিল শিলাবৃষ্টি। গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপজেলার বেশির ভাগ এলাকা বিদ্যুৎ বিছিন্ন ছিল। উপজেলা কৃষি অফিস জানায়, ঝড়ে ২৯৫ হেক্টর জমির বোরো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে মির্জাপুর ইউনিয়নে ৫, সদরে ৮ ও কালাপুর ইউনিয়নে রয়েছে ২৮০ হেক্টর। এ ছাড়া ৮ হেক্টর জমির সবজির ক্ষতি হয়েছে। শ্রীমঙ্গল পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, ঝড়ে বিদ্যুতের ৩৫টি খুঁটি ভেঙেছে। নষ্ট হয়েছে ১০টি ট্রান্সফরমা ও ৫৫২টি মিটার। খুঁটি হেলে পড়েছে ১০৫টি। সঞ্চালন লাইনের তার ছিঁড়েছে ১ হাজার ১৯০টি স্থানে। তারের ওপর গাছ পড়েছে ৩৬৭ জায়গায়। উপজেলা প্রশাসনের প্রাথমিক তথ্য জানা যায়, ঝড়ে পাঁচ ইউনিয়নে ২৯৬টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্রীমঙ্গলের ভারপ্রাপ্ত ইউএনও সন্দ্বীপ তালুকদার বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা জেলা প্রশাসক কর্যালয়ে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর