বুধবার, ১ মে, ২০২৪ ০০:০০ টা

অস্ত্রোপচারের সময় জরায়ু কাটলেন চিকিৎসক

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের আজমিরীগঞ্জে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় এক নারীর জরায়ু কেটে ফেলার অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নিউ মেডিল্যাব হাসপাতালে সোমবার বিকালে এ ঘটনা ঘটে। জরায়ু কেটে ফেলা নারী নাদিরা আক্তার উপজেলার পিরোজপুর গ্রামের লাল মিয়ার স্ত্রী।

নাদিরার স্বজন সাইফুল ইসলাম রুবেল জানান, নিউ মেডিল্যাব হাসপাতালের চিকিৎসক ডা. সবুর হোসেন বাচ্চা প্রসবের জন্য অস্ত্রোপচার শুরু করেন। রক্তক্ষরণ শুরু হলে দেখা যায় নাদিরার জরায়ু কেটে ফেলা হয়েছে। এ বিষয়ে ডা. সবুর হোসেন বলেন, অপারেশনের পর নাদিরার রক্তক্ষরণ শুরু হয়। আমরা ঘণ্টাখানেক উনাকে রক্ত দিই। রক্তক্ষরণের পরিমাণ বেশি হওয়ায় জরায়ু কাটা হয়। এসব জটিলতা দেখা দিলে জরায়ু কাটতে হয়। এটা নরমাল ডেলিভারি বা সিজারিয়ান অপারেশন যে কোনো ক্ষেত্রেই হতে পারে। এ বিষয়ে নিউ মেডিল্যাব হাসপাতালের পরিচালক সুনীল দাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন বলেন, ‘এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ এদিকে এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকে অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবি জানান।

সর্বশেষ খবর