শনিবার, ৪ মে, ২০২৪ ০০:০০ টা

পাহাড়ে কালবৈশাখির তান্ডব

রাঙামাটি ও বান্দরবান প্রতিনিধি

পাহাড়ে কালবৈশাখির তান্ডব

কালবৈশাখিতে লন্ডভন্ড হয়েছে রাঙামাটির বাঘাইছড়ি এবং বান্দরবানের লামা ও আলীকদম উপজেলা। বাঘাইছড়িতে পাহাড় ধসে বিচ্ছিন্ন হয়েছে সড়ক যোগাযোগ। অনেক স্থানে ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি, ছিঁড়ে গেছে তার। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর ও শিক্ষাপ্রতিষ্ঠান। বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হয়ে রাতভর কালবৈশাখির তান্ডব চলে বাঘাইছড়িতে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় ঝোড়ো হাওয়া। সঙ্গে ছিল বৃষ্টি বজ্রপাত। সন্ধ্যা হতেই বাতাসের তীব্রতা বাড়ে। ক্ষতিগ্রস্ত হয় বাঘাইছড়ির বেশকিছু ইউনিয়ন। এদিকে মধ্যরাতে বান্দরবানের লামা ও আলীকদম উপজেলায় কালবৈশাখি ঝড়ে বিধ্বস্ত হয়েছে কয়েক শ ঘরবাড়ি। ভেঙে গেছে বিভিন্নস্থানে বিদ্যুতের খুঁটি। এ ছাড়া ফসলি জমি ও ফলের বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক কৃষকের। লামা উপজেলায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা সচল হলেও আলীকদমের বিদ্যুৎ সঞ্চালন এখনো স্বাভাবিক হয়নি। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।

সর্বশেষ খবর