শনিবার, ৪ মে, ২০২৪ ০০:০০ টা

ভুট্টা কাটা নিয়ে রণক্ষেত্র বড়াইগ্রাম

আটক ৮

নাটোর প্রতিনিধি

বিরোধপূর্ণ জমির ভুট্টা কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় নাটোরের বড়াইগ্রামের চান্দাই পূর্বপাড়া গ্রাম। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মহিলাসহ আটজন আহত হয়েছে। গতকাল উভয়পক্ষই থানায় লিখিত অভিযোগ করেছে। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চান্দাই সাতইল মৌজার সাত বিঘা জমি নিয়ে চান্দাই গ্রামের কলিমউদ্দিনের সঙ্গে আফাজ উদ্দিনের বিরোধ চলছিল। পরে গ্রাম্য সালিশে উভয়পক্ষের উপস্থিতিতে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী কলিমউদ্দিন তিন বিঘা জমিতে ভুট্টা চাষ করেন। বুধবার কলিমউদ্দিন শ্রমিকদের নিয়ে ওই জমির ভুট্টা তুলতে গেলে প্রতিপক্ষ আফাজ উদ্দিনের লোকজন তাতে বাধা দেয়। তারা সাকান হোসেন (৩৫) নামে একজনকে কুপিয়ে জখম করে। এর জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পক্ষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে শাকিল হোসেন (২৮), আমিনুল ইসলাম (৪১), সানোয়ারা বেগম (৪০), আকরাম হোসেন, শামসের, জিয়া খাঁ ও জিহাদ আহত হন।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আযম খান জানান, উভয়পক্ষ সংঘর্ষের ঘটনায় থানায় পৃথক অভিযোগ দায়ের করেছে। এ ব্যাপারে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর