শনিবার, ৪ মে, ২০২৪ ০০:০০ টা

মুন্সীগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নের কেওয়ার ঢালীবাড়ী এলাকায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় বাড়ির পাশের একটি পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়। তারা ওই এলাকার নূরে আলমের সন্তান আল-আমিন (৬) ও মরিয়ম আক্তার (৭)। একটি মাদরাসার শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকালে তারা বাড়ির পাশে খেলতে যায়। সন্ধ্যায় ঢালীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে স্থানীয়রা। সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর