সোমবার, ৬ মে, ২০২৪ ০০:০০ টা

পানিতে ডুবে চারজনের মৃত্যু

প্রতিদিন ডেস্ক

পানিতে ডুবে চারজনের মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় পুকুরের পানিতে ডুবে মেজবাহ (৫) ও মেহরাজ (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। হাটহাজারী পৌরসভার মিরেরখীল এলাকার আব্বাস আলীর বাড়িতে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতরা দেওয়ান নগরের আকবর বাবুর সন্তান। তারা পরিবারের সঙ্গে মিরেরখীল এলাকার নানাবাড়ি বেড়াতে গিয়েছিল। এদিকে বরগুনার পাথরঘাটায় খালে নিখোঁজের পর দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ১২টার দিকে তানভীর (৩) নামে এক শিশুর ও গতকাল দুপুরে জেলে মনির হোসেনের (৩০) লাশ উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর