সোমবার, ৬ মে, ২০২৪ ০০:০০ টা

অভিযোগ তদন্তে স্বাস্থ্য বিভাগ

ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু

বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার নাভারন সাতক্ষীরা মোড়ের সিটি হাসপাতালে ভুল চিকিৎসায় তাহেরা খাতুন নামে এক রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোহাম্মদ মনজুরুল মুরশিদ পত্র প্রাপ্তির সাত কার্য দিবসের মধ্যে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশিদুল আলমকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। শার্শা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহফুজা খাতুন জানান, ঘটনাটি আমার এলাকায় হলেও খুলনা স্বাস্থ্য দফতর তদন্তের জন্য ঝিকরগাছা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশিদুল আলমকে দায়িত্ব দিয়েছেন। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মনজুরুল মুরশিদ বলেন- প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। ঝিকরগাছা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশিদুল আলম বলেন- নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিল করা হবে।

সর্বশেষ খবর