সোমবার, ৬ মে, ২০২৪ ০০:০০ টা

দাউদকান্দিতে নলকূপে পানি উঠছে না

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

দাউদকান্দিতে নলকূপে পানি উঠছে না

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় খাবার পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। উপজেলার অধিকাংশ নলকূপে পানি না ওঠায় ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে দাউদকান্দি পৌর সদর ও বাড়পাড়া ইউনিয়নে পানি সংকট প্রকট হয়েছে। দাউদকান্দি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিস জানায়, মার্চ-এপ্রিল দুই মাসের অতি খরায় পানির স্তর অনেক নিচে নেমে গেছে। অধিক পরিমাণ বৃষ্টি হলে পুনরায় পানির স্তর ওপরে উঠে যাবে। তখন এ সংকট থাকবে না। তিতাস  স্থানীয় বাসিন্দারা জানান, পানি সংকটের কারণে প্রয়োজনীয় কর্মকান্ড ব্যাহত হচ্ছে। দাউদকান্দি পৌর নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, অতি খরার কারণে পানির স্তর নেমে যাওয়ায় সামায়িকভাবে সংকট তৈরি হয়েছে। পৌরসভার অধীনে বসানো গভীর নলকূপগুলোতে তুলনামূলক পানি কম উঠছে স্বীকার করেছেন তিনি।

সর্বশেষ খবর