সোমবার, ৬ মে, ২০২৪ ০০:০০ টা

সালিশে ইউপি সদস্যকে পেটাল মাদক কারবারি

লালমনিরহাট প্রতিনিধি

সালিশে ইউপি সদস্যকে পেটাল মাদক কারবারি

লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে বাধা দেওয়ায় ইউপি সদস্য তাছাব্বির হোসেন খন্দকার অনিককে মারধরের অভিযোগ উঠেছে রাকিব নামে এক যুবকের বিরুদ্ধে। আহত ইউপি সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। উপজেলার বড়খাতা বাজারে শনিবার রাতে সালিশ বৈঠকে এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে রাতেই হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযুক্ত রাকিব উপজেলার বড়খাতা এলাকার আফজাল হোসেনের ছেলে। সে চিহ্নিত মাদক কারবারি বলে জানা গেছে। আহত অনিক উপজেলার ফকির পাড়া ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য। জানা যায়, রাকিব এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছে। এ নিয়ে অনিক বাধা দিলে তার সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। শনিবার বিকালে ইউপি সদস্য ও রাকিবের বাগবিতন্ডা হয়। রাতে অনিক বড়খাতা বাজারে একটি দোকানে অন্য এক বিষয় নিয়ে সালিশি বৈঠকে বসেন। তখন রাকিবসহ কয়েকজন সেখানে অতর্কিতভাবে হামলা চালিয়ে ইউপি সদস্যকে মারধর করে। এ বিষয়ে জানতে রাকিবের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি। হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর