বুধবার, ৮ মে, ২০২৪ ০০:০০ টা

সড়কে পাঁচ জেলায় সাতজনের প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

সড়কে পাঁচ জেলায় সাতজনের প্রাণহানি

দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। সোমবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-

নাটোর : সিংড়ায় ধানবোঝাই ট্রাক্টর উল্টে নিচে চাপা পড়ে আরমান আলী (১৫) নামের এক কিশোর চালক নিহত হয়েছে। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। আরমান পৌর এলাকার উত্তর দমদমা মহল্লার গোলাম মোস্তফার ছেলে। আরমান দমদমা পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। এদিকে দুপুরে শহরতলীর ফুলতলা এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। অন্যদিকে সোমবার রাতে গুরুদাসপুরে মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় বাদল হোসেন প্রামাণিক (৩০) নামে এক চালক নিহত হয়েছেন।

বগুড়া : ধুনটে দুই ট্রাক্টরের চাপায় আহসান হাবিব (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে আড়কাটিয়া গুচ্ছ গ্রামের নদীর তীরে এ ঘটনা ঘটে। আহসান উপজেলার আড়কাটিয়া গ্রামের মনজু সরকারের ছেলে। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা বালু বহনকারী দুটি ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয়।

গাইবান্ধা : সাদুল্লাপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় জোহরা বেগম (৫৫) নামের এক নারী নিহত ও দুজন আহত হয়েছেন। জোহরা বেগম পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের জামালপুর এলাকার সৈয়দ আলীর স্ত্রী। সোমবার রাতে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইল : কালিহাতীতে গতকাল কাভার্ডভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।

কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈরে গতকাল গরু ভর্তি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাহিদ হাসান (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছে।

গতকাল কালিয়াকৈর-ফুলবাড়ীয়া সড়কের বড়চালায় এ ঘটনা ঘটে। নাহিদ কালিয়াকৈর উপজেলার জাথালিয়া পশ্চিমপাড়া এলাকার মইজ উদ্দিনের ছেলে। পরিবার জানায়, নাহিদ গতকাল সকালে মোটরসাইকেলটি ক্রয় করেন। বিকালে নতুন ওই মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন।

সর্বশেষ খবর