বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪ ০০:০০ টা

বস্তা গুঁজে চলছে ট্রেন

নাটোর প্রতিনিধি

বস্তা গুঁজে চলছে ট্রেন

নাটোরে ভাঙা রেললাইনে বস্তা গুঁজে চলছে ট্রেন। এর আগে বাগাতিপাড়ার লোকমানপুর রেল স্টেশন এলাকায় রেললাইনে ফাটল দেখে হাত দিয়ে সিগনাল দিয়ে আবদুলপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কমিউটার ট্রেন থামিয়ে দেন স্থানীয়রা। এতে অল্পের জন্য দুর্ঘটনার কবল থেকে রক্ষা পায় ট্রেন এবং যাত্রীরা। গতকাল সকালে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওই পথ দিয়ে গরু ছাগলের জন্য ঘাস কেটে ফেরার সময় রেললাইনে ফাটল দেখতে পান কয়েকজন। রেলওয়ে পশ্চিমাঞ্চলের জিএম অসীম কুমার তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আপাতত বস্তার গোজা দিয়ে ধীর গতিতে ট্রেন পারাপারের ব্যবস্থা করা হয়েছে। ফাটল ধরা রেললাইন স্থায়ীভাবে ঠিক করার কাজ চলছে। এ লাইন দিয়ে এখন ১০ কিলোমিটার বেগে (ধীরগতি) ট্রেন চলাচল করছে। খুব দ্রুত সময়ের মধ্য রেল চলাচল স্বাভাবিক হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর