বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪ ০০:০০ টা

খাল খননের প্রতিবাদে মানববন্ধন

নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম উপজেলার উপলশহর ধলার বিলে ব্যক্তিমালিকানা জমিতে খাল খননের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষক। জমি নষ্ট করে নতুন খাল খননের পরিবর্তে হরিতলায় পুরাতন খালে কালভার্ট স্থাপনের দাবি জানান তারা। গতকাল উপলশহরে এ কর্মসূচিতে জমির মালিক বিরাজ উদ্দিন, শহীদুল ইসলাম, নুর ই আলম সিদ্দিকী, খবির উদ্দিন, শাহাদ আলী মোল্লা প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, উপলশহর হরিতলায় পুরাতন খালের মুখে বসানো রিং ভেঙে রাস্তা তৈরি করে বিলের পানি বের হওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বিলে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। সেখানে রাস্তায় একটি কালভার্ট স্থাপন করলে পানি খাল দিয়েই নেমে চলে যাবে। কিন্তু তা না করে ধলার বিলে ব্যক্তিমালিকানা জমি দিয়ে খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে অসংখ্য কৃষকের জমি নষ্টের আশঙ্কায় মামলা করলে আদালত সেখানে চিরস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে খননকাজের উদ্বোধন করা হয়েছে।

সর্বশেষ খবর