বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪ ০০:০০ টা

কলেজ ছাত্র খুন দুই ছিনতাইকারী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ছুরিকাঘাতে কলেজ ছাত্র আল আমিন আশিক (১৯) খুনে জড়িত সন্দেহে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- গাজীপুরের মো. সুমন (২০) এবং অংকন চৌধুরী শিখর (১৮)। মঙ্গলবার রাতে বাসন থানার যোগীতলা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় হত্যায় ব্যবহৃত ছুরি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গতকাল তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল জিএমপির ডিসি আবু তোরাব মো. শামছুর রহমান প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। আল আমিন চান্দনা হাজী মার্কেট এলাকার মো. এক্তার আলীর ছেলে। তিনি চান্দনা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। জিএমপির ডিসি আরও জানান, সদর থানা পুলিশের বিভিন্ন টিম তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোপন তথ্যের ভিত্তিতে এ ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে সক্ষম হয়। জিএমপির ডিসি জানান, ৪ মে আল আমিনের মোবাইল ফোন ও ক্যামেরা  ছিনতাইকালে বাধা পেয়ে ছুরিকাঘাত করে ওই ছিনতাইকারীরা।

এ সময় বাধা দিলে তাদের একজন আল আমিনের বুকে ছুরিকাঘাত করেন। তখন ফিনকি দিয়ে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। তার সঙ্গীরা ডাক-চিৎকার করলে ছিনতাইকারীরা মোবাইল ফোনসহ দ্রুত দৌড়ে ওয়াল টপকে পালিয়ে যায়। সঙ্গীরা উদ্ধার করে দ্রুত গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আল আমিন মৃত্যুবরণ করেন। পরে এ ঘটনায় মৃত আশিকের বাবা মো. এক্তার আলী বাদী হয়ে জিএমপি সদর থানায় খুনসহ ডাকাতি মামলা দায়ের করেন।

সর্বশেষ খবর