শুক্রবার, ১০ মে, ২০২৪ ০০:০০ টা

ইজিবাইক অটোরিকশার দখলে শহর

যেখানে-সেখানে পার্কিং রিকশাস্ট্যান্ড যানজট দুর্ভোগে বগুড়াবাসী

আবদুর রহমান টুলু, বগুড়া

ইজিবাইক অটোরিকশার দখলে শহর

বগুড়া শহরের রাস্তা আবারও ইজিবাইক-অটোরিকশার দখলে চলে গেছে। দিন-রাত দাপিয়ে বেড়াচ্ছে এসব যানবাহন। যেখানে-সেখানে পার্কিং করা হচ্ছে। এ ছাড়া সড়কের ওপর ভ্রাম্যমাণ দোকান, ফুটপাত দখলসহ নানা কারণে যানজট সৃষ্টি হচ্ছে বগুড়া শহরে। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে শহরবাসীকে। যানজটমুক্ত রাখতে পুলিশের নিষেধাজ্ঞা থাকলেও মানছে না কেউ। কিছুদিন শহরে প্রবেশ বন্ধ থাকলেও আবারও দখলে নিয়েছে অবৈধ ব্যাটারিচালিত এসব যানবাহন। শহরবাসী বলছেন, যানজটের আরেক কারণ হচ্ছে শেরপুর থেকে বগুড়া শহরের ভিতর দিয়ে চলাচল করা করতোয়া গেটলক নামের বাস। জানা যায়, উত্তরাঞ্চলের ১৬টি জেলা শহরের মধ্যে বগুড়া সবচেয়ে জনবহুল শহর। একই সঙ্গে বাণিজ্যিক শহর। উত্তরাঞ্চলের অন্যান্য জেলা থেকে এখানে বিপুল সংখ্যক লোক আসে। তারা ব্যবসা, চিকিৎসা, শিক্ষাসহ নানা কাজে বগুড়ায় আসেন। এখানে প্রতিদিন সাড়ে ৩ থেকে ৪ লাখ মানুষের সমাগম হয়ে থাকে। ফলে বগুড়া শহর সবসময় সরগরম থাকে। এদিকে দিন দিন পাল্লা দিয়ে শহরের অবৈধ যানবাহনের সংখ্যা বেড়েই চলছে। শহরের চলাচলরত ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক ট্রাফিক আইন মানছে না। যত্রতত্র রিকশাস্ট্যান্ড বসিয়ে যানজটের সৃষ্টি করছে। মফিজ পাগলা মোড়, ঠনঠনিয়া, পিটিআই, সরকারি কলেজ, ইয়াকুবিয়া স্কুল মোড় এলাকায় অস্থায়ীভাবে সিএনজি, ব্যাটারিচালিত রিকশা, চার্জারে চালিত বিভিন্ন অটোগাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করায়। এ কারণে দত্তবাড়ি, বড়গোলা, থানা মোড়, সাতমাথা, খান্দার, রেলগেট, নামাজগড়, টিনপট্টি মোড়, তিনমাথা রেলগেট, চেলোপাড়া মোড়, জলেশ্বরীতলাসহ সব সড়কেই যানজট লেগে থাকে। ব্যবসায়ী আতোয়ার হোসেন জানান, ব্যস্ততম এ শহরে অসংখ্য অটোরিকশা। অটোরিকশা ও ইজিবাইকগুলো বেআইনিভাবে শহরে যত্রতত্র স্ট্যান্ড বানিয়ে যাত্রী ওঠানামা করে। ফলে আমাদের প্রতিদিন যানজটে পড়তে হয়। জেলা পুলিশের ট্রাফিক বিভাগ সূত্র জানায়, শহরে যানজট ও জনদুর্ভোগ কমানোর উদ্দেশে অটোরিকশা ও ইজিবাইক চলাচল করতে দেওয়া হবে না। এ জন্য শহরে কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট রয়েছে। পাশাপাশি কেউ নিয়ম ভেঙে শহরে প্রবেশ করলে সেসব যানবাহন আটক করা হচ্ছে। জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, বগুড়াকে উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বলা হয়।

আমরা শহরের যানজট নিরসনে দিনরাত কাজ করে যাচ্ছি। ট্রাফিকের জনবল কম হওয়ায় ব্যস্ততম শহরে মাঝে-মধ্যে একটু যানজট লেগে যায়। তবে যানজটের মূল কারণ হচ্ছে অধিক পরিমাণ অবৈধ অটোরিকশা বেড়ে যাওয়া। এ ছাড়াও শহরের রাস্তার ধারণ ক্ষমতার অধিক যানবাহন চলাচলের কারণে যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে শহরে ইজিবাইক অটোরিকশা প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা পুলিশ।

সর্বশেষ খবর