শিরোনাম
শুক্রবার, ১০ মে, ২০২৪ ০০:০০ টা

যাবজ্জীবন দুই পরিবহনকর্মীর

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে হেরোইন রাখায় দুই যুবককে যাবজ্জীবন কারাদন্ড  দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদন্ড  এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড  দেওয়া হয়েছে। তারা হলেন রমজান আলী (২৭) এবং বানী ইসরাইল (৩২)। গতকাল সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা এ আদেশ দেন। সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জেবুন্নেছা ওরফে জেবা রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ২১ মে সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকায় তাদের কাছ থেকে ১০০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর