রবিবার, ১২ মে, ২০২৪ ০০:০০ টা

ভাঙছে দৌলতদিয়া ঘাট

♦ ৫০ মিটার নদীতে বিলীন ♦ বন্ধ ৬ নম্বর ফেরিঘাট ♦ ঝুঁকিতে বহু স্থাপনা

দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী

ভাঙছে দৌলতদিয়া ঘাট

পদ্মায় বিলীন হচ্ছে দৌলতদিয়া ফেরিঘাটের বিভিন্ন স্থাপনা -বাংলাদেশ প্রতিদিন

পদ্মা নদীতে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ৬ ও ৭ নম্বর ফেরিঘাটের মাঝামাঝি এলাকায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। কয়েকদিন আগে শুরু হওয়া ভাঙনে তিনটি পয়েন্টে প্রায় ৫০ মিটার এলাকা নদীতে বিলীন হয়ে গেছে। বন্ধ রয়েছে ৬ নম্বর ফেরিঘাট। ঝুঁকির মধ্যে আছে দৌলতদিয়া প্রান্তের ব্যস্ততম ৭ নম্বর ফেরিঘাট ও ৫ শতাধিক বতসবাড়ি। ভাঙন রোধে ঘাট এলাকায় ফেলা হচ্ছে বালুভর্তি জিও ব্যাগ। সরেজমিনে গতকাল ঘাট এলাকা ঘুরে দেখা যায়, দৌলতদিয়া প্রান্তের ৬ নম্বর ফেরিঘাটের কার্যক্রম বন্ধ রয়েছে। ভাঙন আতঙ্কে ৬ ও ৭ নম্বর ঘাটের মাঝখানের বেশ কয়েকটি দোকান খুলছেন না ব্যবসায়ীরা। ৬ নম্বর ঘাট এলাকায় বেশকিছু গাছ নদীতে ভেসে গেছে। নদীভাঙন ঠেকাতে শ্রমিকরা বালুভর্তি জিও ব্যাগ ফেলছেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দীন বলেন, ৬ ও ৭ নম্বর ফেরিঘাটের মাঝে ভাঙন শুরু হয়েছে। এখন অল্প পরিসরে নদী ভাঙলেও দ্রুত প্রতিরোধ ব্যবস্থা না নিলে আসন্ন বর্ষায় তীব্র হবে। তখন ভোগান্তি আরও বারবে। তিনি জানান, দৌলতদিয়া প্রান্তে মোট সাতটি ঘাট রয়েছে। এর মধ্যে তিনটি চালু আছে। ভাঙনসহ বিভিন্ন কারণে চারটি ঘাট বন্ধ। ভাঙন রোধ করা না গেলে বর্ষা মৌসুমে ফেরির লোড-আনলোড ব্যাহত হবে। দৌলতদিয়া ফেরিঘাটের বাসিন্দা চান্দু মোল্লা বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর ফেরিঘাট প্রায় মরে গেছে। যখন ফেরিঘাটের গুরুত্ব ছিল তখনই সরকার পদক্ষেপ নেয়নি। এখন কিছু করবে বলে মনে হয় না। আসলে আমাদের ভাগ্য খারাপ তাই ভাঙন মেনে নিয়েই পদ্মার তীরে বসবাস করতে হয়। ফেরিঘাটের ব্যবসায়ী ও বাসিন্দা বারেক মৃধা বলেন, আমার একমাত্র সম্বল ছিল পদ্মা পাড়ের মুদির দোকান। ভাঙনে দোকান বন্ধ হয়ে যাওয়ার পথে। চার সন্তান নিয়ে আমি খুব চিন্তায় আছি। এই দোকান বন্ধ হয়ে গেলে পথে বসা লাগবে। রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী এম এ শামিম বলেন, পদ্মায় ভাঙন রোধে তারা কাজ করে থাকেন। তবে ফেরিঘাট এলাকায় ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড ব্যবস্থা নিতে পারে না। ফেরিঘাট এলাকায় ভাঙন রোধে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কাজ শুরু করেছে। বিআইডব্লিউটিএর দৌলতদিয়া ঘাট কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, গত এক সপ্তাহের ভাঙনে ৬ ও ৭ নম্বর ফেরিঘাটের বেশকিছু এলাকায় নদীগর্ভে চলে গেছে। বৃহস্পতিবার সকাল থেকে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করার চেষ্টা চলছে।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর