রবিবার, ১২ মে, ২০২৪ ০০:০০ টা
উপজেলা নির্বাচন

এমপি সমর্থিত প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

মৌলভীবাজার প্রতিনিধি

এমপি সমর্থিত প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে জুড়ী ও বড়লেখায় ৮ মে ভোট গ্রহণ হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগের দলীয়ভাবে কাউকে সমর্থন না দেওয়ার নির্দেশনা থাকলেও অনুসারীদের নিজ বলয়ের প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ ছিল সরকারদলীয় স্থানীয় জনপ্রতিনিধিসহ নেতাদের। জুড়ীতে স্থানীয় এমপি শাহাব উদ্দিন সমর্থিত প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য শাহাব উদ্দিন আহমদের প্রার্থী ছিলেন দুই উপজেলায় দুজন। অন্যদিকে বিগত জাতীয় নির্বাচনে এ আসনের আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী এস এম জাকির হোসাইনের প্রার্থীও ছিলেন দুই উপজেলায়। ভোটের ফল বিশ্লেষণে দেখা যায়, বড়লেখায় শাহাব উদ্দিনের প্রার্থী তার ভাগনে বর্তমান উপজেলা চেয়ারম্যান শোয়েব আহমদ হেরেছেন জাকির হোসাইন সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সদস্য আজির উদ্দিনের কাছে। শোয়েবের প্রাপ্ত ভোট ২৮ হাজার ৩৬৯। আজির উদ্দিন পেয়েছেন ৩২ হাজার ৯১৬। জুড়ীতে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর পেয়েছেন ১৯ হাজার ৬৩৫ ভোট। এখানে সংসদ সদস্য মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাসের জামানত বাজেয়াপ্ত হয়েছে। ছয়জন প্রার্থীর মধ্যে রিংকু হয়েছেন চতুর্থ। তার প্রাপ্ত ভোট ৪ হাজার ৯৪০।

 

 

 

 

সর্বশেষ খবর