রবিবার, ১২ মে, ২০২৪ ০০:০০ টা

জরাজীর্ণ সেতুতে চলাচল

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

জরাজীর্ণ সেতুতে চলাচল

নারায়ণডহর-নিমুখালী বাজার সড়কের বৈঠাখালী সেতু -বাংলাদেশ প্রতিদিন

হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের নারায়ণডহর-নিমুখালী বাজার সড়কের বৈঠাখালী সেতুটি ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। সেতুর দুই পাশে নেই রেলিং। পিলারের পলেস্তরা উঠে বেরিয়ে গেছে রড। যে কোনো সময় সেতু ধসে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বিকল্প রাস্তা না থাকায় ঝুঁকিপূর্ণ এ সেতু দিয়েই যাতায়াত করেন ১০-১২ গ্রামের মানুষ। প্রায় তিন যুগ আগে নির্মিত সেতুটি পুনঃনির্মাণের জন্য ঊর্ধŸতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। পুমদী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শামছুল আলম জানান, পাঁচ বছর ধরে আতঙ্ক-ভয় আর ঝুঁকি নিয়ে শিক্ষার্থীসহ প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করছে এ সেতুতে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। পুমদী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নয়ন মিয়া জানায়, সহপাঠীদের নিয়ে বাইসাইকেল চালিয়ে প্রতিদিন স্কুলে যাই। বৈঠাখালী সেতুতে উঠলেই ভয় লাগে।

স্থানীয় মাহবুবুর রহমান বলেন, সেতুটির ওপর দিয়ে চলাচলের সময় ভয়ে থাকতে হয়, কখন যেন ভেঙে পড়ে। এমন আশঙ্কা নিয়ে জেলা-উপজেলা সদরে নিয়মিত চলাচল করছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। হোসেনপুর উপজেলা প্রকৌশলী গালিব মুর্শেদ জানান, সেতুটি পুনঃনির্মাণে টেন্ডার প্রক্রিয়া চলমান। টেন্ডার হলে দ্রুত সময়ের মধ্যে নতুন সেতু নির্মাণকাজ শুরু করা হবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর