রবিবার, ১২ মে, ২০২৪ ০০:০০ টা

পোলট্র্রি বর্জ্যে ভোগান্তি

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রতনপুর-ছনগাঁও এলাকায় সড়কের পাশে পোলট্রি বর্জ্য স্তূপ করে রাখা হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছেন এলাকাবাসী। দ্রুত ওই স্থান থেকে বর্জ্য অপসারণের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় ইউপি সদস্য মো. শাহজাহান বলেন, পোলট্রি বর্জ্য রাস্তার পাশের ফেলা নিয়ে ক্ষুব্ধ এলাকার মানুষ। তাদের অভিযোগ- বর্জ্যরে কারণে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। এ বিষয়ে অভিযুক্ত মাহবুবকে বলেছি। তিনি সরিয়ে ফেলবেন বললেও সরাচ্ছেন না। বর্জ্য ফেলার কারণে রতনপুর, ছনগাঁও, পরানপুর, দীঘলগাঁওসহ বিভিন্ন গ্রামের মানুষ ভোগান্তিতে পড়ছেন। আশা করছি, এ বিষয়ে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এ বিষয়ে অভিযুক্ত রবিউল হাসান মাহবুব বলেন, আমি জৈব সার তৈরি করতে এগুলো এখানে রাখছি। এতে কারও কোনো ক্ষতি হচ্ছে না। এ নিয়ে কেউ অভিযোগও করেনি। তিনি এ বিষয়ে পরিবেশ অধিদফতরে আবেদন করেছেন বলেও জানান।

 

সর্বশেষ খবর